Listen now (46 min) | অমর মিত্রের উপন্যাস ধ্রুবপুত্রের আলোচনা করেছেন তপোধীর ভট্টাচার্য ‘বইয়ের হাট’-এর সূত্রপাত একটি সরল ভাবনা থেকে। ডিজিটাল জমানা বইয়ের প্রচার-প্রসারে এক নতুন যুগের সূচনা করেছে। বহু উন্নত দেশ এই ডিজিটাল মাধ্যমের সোয়ার হয়েছে, আর ই-বইয়ের ফলে বইয়ের প্রসার বহুগুণ বেড়েছে। এই সুযোগ গ্রহণ করতে বাংলা বই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমাদের লক্ষ ডিজিটাল প্রযুক্তির সাহায্যে আনাচে কানাচে বাংলা বই সহজলভ্য করে দেব।
Share this post
14. অমর মিত্রের উপন্যাস ধ্রুবপুত্রের আলোচনা…
Share this post
Listen now (46 min) | অমর মিত্রের উপন্যাস ধ্রুবপুত্রের আলোচনা করেছেন তপোধীর ভট্টাচার্য ‘বইয়ের হাট’-এর সূত্রপাত একটি সরল ভাবনা থেকে। ডিজিটাল জমানা বইয়ের প্রচার-প্রসারে এক নতুন যুগের সূচনা করেছে। বহু উন্নত দেশ এই ডিজিটাল মাধ্যমের সোয়ার হয়েছে, আর ই-বইয়ের ফলে বইয়ের প্রসার বহুগুণ বেড়েছে। এই সুযোগ গ্রহণ করতে বাংলা বই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমাদের লক্ষ ডিজিটাল প্রযুক্তির সাহায্যে আনাচে কানাচে বাংলা বই সহজলভ্য করে দেব।