বর্ণমালার পাপড়ি গাঁথা
ফুলের মতো বই।
পাঠক তুমি একটু শোন
তাদের কথা কই।
বই যে আমার সই।
বই তোমাকে দিতে পারে
সূর্যজ্বলা আলো।
দূর করে সে সবার মনের
অন্ধকারের কালো,
আজকে এবং কালও।
চিরকালের এই বাতিঘর
বই ছাড়া আর কে?
সব কাজে সে বুদ্ধি দেবে
মানবে না হার কে।
তার মতো ধার কে?
বই শেখাবে,বই জানাবে
না জানা সব গল্প
গভীর হবে ভাবনা তোমার
যা ছিল খুব স্বল্প।
এই পাওয়া কী অল্প?
বই করবে আলোকিত
তোমার আমার অন্তর।
পারবে না যা যাদুকরও,
যতোই পড়ুক মন্তর।
বইই পরম ধন তোর।