এই তো সেই বই । বইটা হাতে তুলে নিতেই ছেলেবেলার কত কথা হুড়মুড় করে মনে পড়ে গেল চোরের । দারুণ বই, কিন্তু বইটা শেষ করতে পারেনি। স্কুলের পড়া তৈরির সময় ‘তেপান্তরের মায়াকান্না' পড়ার জন্যে ওর বাবা ওকে কাঁদিয়ে ছেড়েছিলেন। কী মার, কী মার ! তারপর লুকনো বইটা ও আর কোনোদিনই খুঁজে পায়নি ।
Share this post
চোর এসে বই পড়েছিল
Share this post
এই তো সেই বই । বইটা হাতে তুলে নিতেই ছেলেবেলার কত কথা হুড়মুড় করে মনে পড়ে গেল চোরের । দারুণ বই, কিন্তু বইটা শেষ করতে পারেনি। স্কুলের পড়া তৈরির সময় ‘তেপান্তরের মায়াকান্না' পড়ার জন্যে ওর বাবা ওকে কাঁদিয়ে ছেড়েছিলেন। কী মার, কী মার ! তারপর লুকনো বইটা ও আর কোনোদিনই খুঁজে পায়নি ।