ফাহরিয়াল রহমানের অনুকাব্য
বই পোকাদের জগতটাকে আরো রঙিন করতে, / ছাপা হয়ে ‘পড়ুয়া’ এলো বেশি বেশি পড়তে।
১.
আজুলি-মাজুলি ঝপাং ঝাঁপ
বইয়ের ভেতর বিশাল সাপ,
ইয়া বড় ছোবল ওয়ালা
তাকিয়ে আছে পাকিয়ে দলা,
ছবি দেখে কান্না ছুট
ছোট্ট খোকা, নাম মুকুট।
২.
শুরু হলো ‘বক ও বাঘ’
‘বানরের পিঠা ভাগ’
‘ঈশপের গল্প’, ‘হাদা ভোদা অল্প’
‘প্রগতি’ বা ‘সেবাতে হাটা হলো শুরু যেই
সৈয়দ হক- সুনীলে পেয়ে যাই নয়া খেই
বই পড়া নেশাতে ঘুরি-ফিরি কত দেশ
যার শুধু শুরু আছে সীমানার নেই শেষ।
৩.
বই পোকাদের জগতটাকে আরো রঙিন করতে,
ছাপা হয়ে ‘পড়ুয়া’ এলো বেশি বেশি পড়তে।
৪.
বই পড়লে পড়ুয়া হয়,
কাজ করলে কাজী
বই পড়ে না, শেখে না কিছুই,
এক নম্বর পাজী।