'পড়ুয়া' ১ম সংখ্যা পড়ে শেষ করলাম। দারুণ একটি উদ্যোগ এটি। এটির প্রকাশক, সম্পাদক সবাইকেই ধন্যবাদ জানাই এমন দারুণ একটি ব্যতিক্রমধর্মী পত্রিকা উপহার দেওয়ার জন্য।
বই পড়ুয়া হিসেবে আমার মতোই যারা পড়ুয়া তাদের বই পড়ার অভিজ্ঞতা, বই নিয়ে তাদের বিচিত্র ধরণের নানা গল্প শুনতে খুব ভালো লাগে। মাঝেমধ্যেই নেট থেকে খুঁজে খুঁজে পড়ি এ ধরণের লেখাগুলো। কিন্তু শুধুমাত্র এই বিষয়েই যে এবছরই একটি দারুণ বাংলা পত্রিকা প্রকাশিত হয়েছে সুদূর আমেরিকা থেকে তা জানা ছিল না!! ইউটিউবে র্যান্ডামলি সার্চ করে একটি ভিডিও পাই সম্ভবত 'পড়ুয়া' ম্যাগাজিন বিষয়ে। সেই ভিডিওতে পত্রিকাটি পড়ার জন্য ওয়েবসাইটের লিংক ছিল। ওয়েবসাইটে গিয়ে তখনই ডাউনলোড করে পড়া শুরু করি 'পড়ুয়া'।
দারুণ উপভোগ্য একটি পত্রিকা!! বইয়ের ইতিহাস, বই নিয়ে অণুকাব্য, কবিতা, একনিষ্ঠ পাঠকদের বিচিত্র ধরণের বই পড়ার অভিজ্ঞতা, বইয়ের প্রতি তাদের প্রগাঢ় ভালোবাসা, সুদুরপ্রবাসে বসে দেশ থেকে বাংলা বই সংগ্রহের বিচিত্র অভিজ্ঞতা, পাতায় পাতায় থাকা বই নিয়ে উক্তি এবং ছবিগুলো সবকিছুই দারুণ লেগেছে। এটার ৪টা সংখ্যা প্রকাশিত হওয়ার কথা ছিল যদি ও আমি ওয়েবসাইটে শুধুমাত্র ১ম সংখ্যাই খুঁজে পেয়েছি। পরবর্তী সংখ্যাগুলোর জন্য অধীর অপেক্ষায় থাকব। আশাকরি পরবর্তী সংখ্যাগুলো বের করার উদ্যোগ নেওয়া হবে।
একটা কথা বলতে চাই লেখকরা কোথা থেকে লিখছেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ অথবা প্রবাসে কোন দেশ থেকে এটা উল্লেখ থাকলে ভালো হয়। আর এই পত্রিকাটি পাঠকদের মাঝে জনপ্রিয় করতে বইবিষয়ক গ্রুপ যেমন "বইপোকাদের আড্ডাখানা" "বই লাভারস পোলাপান" "কাঠখোট্টাদের পাঠশালা" এসব গ্রুপে পত্রিকাটি নিয়ে প্রকাশক, সম্পাদকের পক্ষ থেকে পোস্ট করলে এমন দারুণ একটি পত্রিকা যে প্রকাশিত হচ্ছে এটা অনেকেই জানতে পারবে। চাইলে লেখা ও আহবান করতে পারেন এসব বই গ্রুপ থেকে।
শুভকামনা রইল 'পড়ুয়ার' পরবর্তী সংখ্যার জন্য।
আয়শা রহমান
খুলনা, বাংলাদেশ