মানুষ বড়ো অদ্ভুত জীব। তাকে নীতিকথা শোনাও, সে মনোযোগ দেবে না। জীবনযাপন সম্বন্ধে হিতোপদেশ দাও, তাতে তার মন বসবে না। কিন্তু সেই নীতিকথা আর জীবনের উপদেশের মর্মার্থ নিয়ে কিছু মানুষের জীবন নিয়ে গল্প বলো, তাহলে সে তন্ময় হয়ে শুনবে, সেইসব কাল্পনিক মানব-মানবীর সুখে হাসবে, দুঃখে চোখের জলে বুক ভাসাবে। যদিও সে জানে সবই বানানো মিছে গল্প।
Share this post
সম্পাদকীয়
Share this post
মানুষ বড়ো অদ্ভুত জীব। তাকে নীতিকথা শোনাও, সে মনোযোগ দেবে না। জীবনযাপন সম্বন্ধে হিতোপদেশ দাও, তাতে তার মন বসবে না। কিন্তু সেই নীতিকথা আর জীবনের উপদেশের মর্মার্থ নিয়ে কিছু মানুষের জীবন নিয়ে গল্প বলো, তাহলে সে তন্ময় হয়ে শুনবে, সেইসব কাল্পনিক মানব-মানবীর সুখে হাসবে, দুঃখে চোখের জলে বুক ভাসাবে। যদিও সে জানে সবই বানানো মিছে গল্প।